গাজীপুরের কালীগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ব্র্যাক শিখা প্রকল্পের জেন্ডার-বেসড ভায়োলেন্স প্রতিরোধে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন কর্ম এলাকা কালীগঞ্জ উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল হক এর সভপতিত্বে বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত। ব্র্যাক শিখা প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মোহাম্মদ আরিফ রাব্বানী জানান, ব্র্যাক শিখা “প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা” প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী এ প্রকল্পটি গত ফেব্রæয়ারি ২০২৫ থেকে আগামী জানুয়ারি ২০২৯ ইং সাল পর্যন্ত গাজীপুর, রাজশাহী, ঢাকা, নারায়নগঞ্জ, বরিশাল ও চট্টগ্রাম মোট ছয়টি জেলাতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হবে। তাছাড়াও ব্র্যাক শিখা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পাবলিক স্পেস, কর্মক্ষেত্র, অনলাইন প্লাটফর্ম বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের যৌন ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি বিশ্ববিদ্যালয়, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে। মূলত এ সভায় ব্র্যাক শিখা প্রকল্পের মাধ্যমে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে বিদ্যমান নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্য বিবাহ, বুলিং এর মত অপরাধ কমানো যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা করা হয়। গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাথে জড়িত সকলের সাথে আলোচনা করে যৌন হয়রানি এবং বুলিং কমানোর উপায় সমূহ প্রকল্পের কর্মসূচীর আলোকে লিপিবদ্ধ করা হয়। শিখা প্রকল্পটি মূলত গাজীপুর জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে জেলাব্যাপী চার বছর ৫৫টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম ও কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণে ভূমিকা রাখবে। কর্মপরিকল্পনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, সাংবাদিক সহ ব্র্যাক প্রতিনিধিগণ বক্তব্য রাখেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে (ফোকাল গ্রæপ ডিসকাসন) এফজিডি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও যৌনহয়রানি প্রতিরোধ কমিটির সদস্য, ব্র্যাক শিখা প্রকল্পের ভলান্টিয়ার খাইরুন্নাহার ও নাজমুল ইসলাম সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।