কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের মাদক ব্যবসায়ী মোঃ ফাহিম মিয়া (২৫) কে গতকাল দুপুরে ইয়াবা ট্যাবলেট সহ স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, এ দলটির ভিতরে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা করে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। অন্যদিকে, এ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ইয়াবার ছড়াছড়ির ফলে যুব সমাজকে মা বাবারা পারিবারিক ভঅবে নিয়ন্ত্রণ করতে পারছে না বলে এলাকায় অভিযোগ উঠেছে। অন্যদিকে, ইয়াবা খোররা ব্যাপক হারে বাড়ার কারণে এ উপজেলায় চুরি ছিনতাই মারাত্মক হারে বেড়েছে। পুলিশ এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না বলে এলাকাবাসীর অভিযোগ।