কয়রায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৭:১৪ পিএম
কয়রায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত "পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনসের আওতায়  কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।  বুধবার (৩০ জুলাই) কয়রা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। কয়রার শিক্ষা প্রতিষ্ঠানের মেধা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার বিতরণ করা হয়। যা শিক্ষার্থীদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শিক্ষা অফিসার এস.এম. ছায়েদুর রহমান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। শিক্ষক আঃ রউফের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, অধ্যক্ষ রাজিব কুমার বাছাড়, প্রধান শিক্ষক মোঃ আমির আলী সরদার, সুপার মাওলানা একেএম আজারুল ইসলাম, কৃতি শিক্ষার্থী বাহারুল ইসলাম, সেলিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি, এইচএসসি ও সমমানের নির্বাচিত ৩১ জন কৃতি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক  সহ এলাকার শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে