ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হতে হবে

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৭:১৮ পিএম
ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হতে হবে

নাটোরের লালপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেজড গ্রাউন্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিম (এসডিপি) প্রকল্পের আওতায়   আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান, সেই সাথে  পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন,পাঠ্য পুস্তক সহ বিভিন্ন উপন্যাস পড়তে হবে,শরীর মন ভালো রাখতে খেলাধুলা করতে হবে। পিতা-মাতা সহ শিক্ষকদের যথেষ্ট সম্মান করতে হবে। ছোটদের স্নেহ ও বড়দের সম্মান  করতে হবে। ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হতে হবে। শিক্ষার্থীদের লাইব্রেরি মুখি হওয়ার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন,

"ছেড়ে দাও ফেসবুক, হাতে তোলো টেক্সট বুক"। মনে রেখো তোমরাই এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ।

উপজেলা পরিষদ মিলনায়তনে নাটোর জেলা ও লালপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে   উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা  একাডেমিক সুপারভাইজার সা'দ আহমাদ শিবলীর সঞ্চালনায়

অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা।  আরো বক্তব্য রাখেন আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মেসবাহুল আলম, নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুস্তম আলী হেলালি, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল, সহকারি শিক্ষা কর্মকর্তা শিউলি আহমেদ, গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রানা, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বাবুল আকতার, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ,  অভিভাবক শাবান আলী, কৃতী শিক্ষার্থী আতিকুর রহমান, নুসরাত, মুক্তাতি আল পল্লব প্রমুখ।

এছাড়াও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে