সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ: ১৪ জেলার ৩৯ আসনে নতুন চেহারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৭:৩০ পিএম
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ: ১৪ জেলার ৩৯ আসনে নতুন চেহারা

জনসংখ্যা ও ভোটার ঘনত্বের বিবেচনায় দেশের ১৪ জেলার ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে করে গাজীপুরে একটি আসন বাড়ছে এবং বাগেরহাটে একটি আসন কমছে। ভোটার সংখ্যা ও ভৌগোলিক অখণ্ডতা মাথায় রেখে এই সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানিয়েছে ইসি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বাংলাদেশ সময় অনুসারে দিনটি ছিল বুধবার, যা ২০২৫ সালের পঞ্জিকা অনুযায়ী নিশ্চিতভাবে মিলেছে।

সংবাদ সম্মেলনে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন, ২০২১-এর ৬ ধারায় বলা হয়েছে যে, আসন ভাগের ক্ষেত্রে প্রশাসনিক কাঠামো, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি—এই তিনটি বিষয় গুরুত্ব পাবে। তবে ২০২২ সালের আদমশুমারির কিছু তথ্যে অসামঞ্জস্য থাকায় নির্বাচন কমিশন হালনাগাদ ভোটার তালিকাকেই ভিত্তি হিসেবে ধরেছে।”

সর্বশেষ তথ্য অনুযায়ী, সংসদে গড়ে প্রতি আসনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ২০ হাজার। সেই হিসেবে সব আসনে ভোটার সংখ্যা একধরনের ভারসাম্যে আনতেই টেকনিক্যাল কমিটি এ পরিবর্তনের সুপারিশ করেছে। তাদের বিশ্লেষণে দেখা গেছে, গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার থাকায় সেখানে একটি আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিপরীতে, বাগেরহাটে ভোটার সংখ্যা সবচেয়ে কম হওয়ায় একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যেসব আসনের সীমানা পুনর্গঠিত হচ্ছে, তার মধ্যে রয়েছে— পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮, এবং বাগেরহাট-২ ও ৩।

এই পুনর্বিন্যাসের ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিছু এলাকা সম্পূর্ণ নতুনভাবে নির্বাচনী হিসাব-নিকাশের অংশ হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে, এটি একদিকে যেমন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কৌশলে পরিবর্তন আনবে, তেমনি ভোটারদের মধ্যেও নতুন প্রত্যাশা তৈরি করবে।

আপনার জেলার সংবাদ পড়তে