নাটোরের লালপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ইটভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স ছাড়া ভাটায় ইট পোড়ানো ও ভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে ৩টি ইটভাটার মালিককে জরিমানা করা হয়। এর মধ্যে এজিআর ব্রিকস্ ৩ লক্ষ টাকা, এজিএম ব্রিকস্ ১ লক্ষ টাকা, এজিএস ব্রিকস্ ১ লক্ষ টাকা সহ ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “অবৈধ ইটভাটার তালিকা তৈরি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।”