ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৭:৪২ পিএম
ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আজ বুধবার (৩০ জুলাই) দুপুর দুইটার দিকে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের দুই হাজার চারা ধ্বংস করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসাহাক আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি এলাকার দুই বোন নার্সারীতে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ এবং এলুয়ারি ইউনিয়নের গণিপুর এলাকার সুধির নার্সারীতে অভিযান চালিয়ে ৫০০ নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসাহাক আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছ পানি শোষণক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে। তাই দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকার মানুষকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচলনার মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়েছে। 

উল্লেখ্য, চলতি বছরে গত ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে আকাশমনি ও ইউক্যালিপ্টাস গাছের চারা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গিকার পূরণে এ দুটি প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে