পিরোজপুর থেকে একটি ট্রাকে করে সরকারি ১০ মেট্রিক টন চাল পাচারকালে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়। আটকৃত চাল টিয়ার, কাবিখা ও জিয়ার এর বলে জানা গেছে।
খুলনায় পাচারকালে পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজের টোল প্লাজার সামনে থেকে মঙ্গলবার ওই চাল আটক করা হয়। এ সময়ে চাল বহনকরা ট্রাক, চালক মিজান সেখ (৪২) ও হেল্পার রমজান হাওলাদারকেও আটক করা হয়।
মঙ্গলবার রাতে পিরোজপুর সদর থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সদর থানার ওসি মো: রবিউল ইসলাম জানিয়েছেন ।
মামলা সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে টিয়ার, কাবিখা, জিয়ার চাল মজুদ করে অবৈধ ভাবে খুলনা পাচারকালে এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১০ টন সরকারি চালসহ একটি পিকআপ ভ্যান এবং ভ্যানের চালক মিজান ও হেল্পার রমজানকে আটক করে। চাল আটক চালের মধ্যে নূরজাহান ব্রান্ডের ২৫ কেজির ১৮২ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং সরকারি খাদ্য গুদামের ১০৯ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা মোট ৭ লাখ টাকা। চালের উৎস ও প্রয়োজনীয় দালিলিক কাগজপত্র যাচাই-বাছাই শেষে পিরোজপুর সদর থানায় একটা নিয়মিত জিয়ার মামলা রজ্জু হয়।
আটক ট্রাক চালক মিজান জানিয়েছে পিরোজপুর শহরের পুরান পৌরসভা এলাকার ব্যবসায়ী মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন সাহা গোডাউন থেকে ওই চাল ছাড়িয়ে খুলনায় নেওয়ার জন্য আমার গাড়ী ভাড়া করে।
পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম জানান, যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ ট্রাক খুলনায় পাচারকালে দু’জনকে আটক করা হয়েছে। এবিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।