বুধবার (৩০ জুলাই) জেলার করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে সাইফা (১০) ও একই এলাকার এখলাস মিয়ার মেয়ে মায়মুনা (৯)। সাইফা স্থানীয় দক্ষিণ আশতকা সরকারি প্রাইমারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং মায়মুনা একই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
জানা গেছে, বুধবার দুপুরে দুই শিশু সাইফা ও মায়মুনা বাড়ির পাশে খেলা করছিলো। এক সময় তারা পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বিষয়পি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে অনেক খুঁজাখুঁজির পর বিকেলে নদী থেকে দু’জনেরই লাশ উদ্ধার করা হয়।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।