বিরলে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর কর্মশালা'র উদ্বোধন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৮:২৫ পিএম
বিরলে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর কর্মশালা'র উদ্বোধন

উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে বিরলে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর কর্মশালা'র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) সকালে বিরল উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপী এই কর্মশালায় শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজীত সাহা। 

উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পার্থ জ্বীময় সরকার, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর কনসালটেন্ট মো. মাহাবুবুল আলম।

দুইদিন ব্যাপী এই কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান'গণ, ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর'গণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যাবৃন্দ, মসজিদের ইমাম, স্বাস্থ্য কর্মী, শিক্ষক, সাংবাদিক'সহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে