অবৈধ ভাবে ভারতে পালানোর সময় আটক ২

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৮:২৫ পিএম
অবৈধ ভাবে ভারতে পালানোর সময় আটক ২

দিনাজপুরের বিরলে অবৈধ ভাবে ভারতে পালানোর সময় সীমান্ত থেকে একজন পুরুষ ও একজন নারী’কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত দুইজন’ই বিরল উপজেলার বাসিন্দা।

৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বুধবার (৩০ জুলাই) মধ্যরাত ৩টা ৩০ মিনিটের দিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সংকোবানী এলাকায় সীমান্ত পিলার ৩৩০/৩ এর নিকটবর্তী আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতে পারাপারের সময় কিশোরীগঞ্জ বিওপি’র টহলদল তাদের ০২ জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন বিরল উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেবশর্মা এর ছেলে মানিক চন্দ্র (২২) ও ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর (খটুপাড়া) গ্রামের শুনিল এর কন্যা গোলাপি (২০)।


আপনার জেলার সংবাদ পড়তে