গাজায় ঝরলো আরও ১০৪ প্রাণ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ১১:৪১ এএম
গাজায় ঝরলো আরও ১০৪ প্রাণ

গাজায় উপত্যকায় ইসলায়েলি আগ্রাসনে আরও ১০৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩৯৯ জন। এ তথ্যটি শুধু বুধবার চালানো হামলার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবারের পর ইসরাইলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ১৩৮ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৪৬ হাজার ২০০ জন ফিলিস্তিনি।

’২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢ়ুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা।  এদিন তারা ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।


আপনার জেলার সংবাদ পড়তে