যুক্তরাষ্ট্র-পাকিস্তান চুক্তি

একদিন ভারতেও তেল রপ্তানি করবে পাকিস্তান—কিসের ইঙ্গিত দিলো ট্রাম্প

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ১২:০৬ পিএম
একদিন ভারতেও তেল রপ্তানি করবে পাকিস্তান—কিসের ইঙ্গিত দিলো ট্রাম্প

যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে পাকিস্তানের সঙ্গে-এমন তথ্য নিশ্চিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আরও কয়েকটি দেশের সঙ্গেও চুক্তির প্রস্তুতি চলছে, যেগুলো আগামী ১ আগস্টের মধ্যে চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে তাঁর প্রশাসনের। তিনি বলেন, কে জানে, হয়তো একদিন তারা (পাকিস্তান) ভারতে তেল রপ্তানিও শুরু করবে!

বৃহস্পতিবার তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জানান, পাকিস্তানের সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে দেশটির বিপুল তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি যুক্ত রয়েছে। তিনি লেখেন, ‘এখন এমন একটি তেল কোম্পানি বেছে নেওয়া হচ্ছে, যারা এই উদ্যোগে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানিও শুরু করবে!’

চুক্তির অন্যান্য দিক প্রকাশ না করলেও ট্রাম্প জানান, তাঁর প্রশাসন এ সময়টায় একাধিক বাণিজ্য চুক্তি নিয়ে জোর তৎপরতায় রয়েছে। তিনি বলেন, ‘বিভিন্ন দেশের অনেক নেতার সঙ্গে আমার কথা হয়েছে, যারা সবাই যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে আগ্রহী। আজ বিকেলে আমি দক্ষিণ কোরিয়ার বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসব।’

বর্তমানে দক্ষিণ কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে, তবে সিউল সেই হার কমানোর প্রস্তাব দিয়েছে। ‘তাদের প্রস্তাব শুনতে আগ্রহী আমি,-যোগ করেন ট্রাম্প।

শুধু দক্ষিণ কোরিয়া নয়, অন্যান্য দেশ থেকেও শুল্ক হ্রাসের প্রস্তাব আসছে বলে উল্লেখ করেন ট্রাম্প। তাঁর ভাষায়, ‘এসব প্রস্তাবের ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। সময় হলে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।’

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ১ আগস্টের মধ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না, তাদের ওপর বর্তমানে চালু ১০ শতাংশ শুল্কের তুলনায় অনেক বেশি শুল্ক আরোপ করা হবে।

চীনের জন্য এই সময়সীমা বাড়িয়ে ১২ আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে বেইজিংয়ের সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প বলেন, ‘চীনের সঙ্গে আমাদের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। আমি বিশ্বাস করি, বিষয়টি সন্তোষজনকভাবেই নিষ্পত্তি হবে এবং আমাদের মধ্যে একটি সুবিচারভিত্তিক, উপযুক্ত চুক্তি হবে।’

আপনার জেলার সংবাদ পড়তে