কাহারোলে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ০২:৩০ পিএম
কাহারোলে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভা

গত কাল বিকেলে মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাহারোল উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি কর্তৃক উপজেলার সকল মাঞ্জিহী হাড়াম ও মাঞ্জিহী কমিটির সদস্য গণ নিয়ে সামাজিক কার্যক্রম আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ২০২৫ -২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ সংক্রান্ত ও বিবিধ বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি- নারায়ন মার্ডির সভাপতিতে বক্তব রাখেন, রহিম সরেন মাঞ্জিহী, তালা হেমরন, যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম, সিনিয়র আহবায়ক মোঃ কায়দে আজম, সুনিল হাসদা, সুমন টুডু ও নির্মল চন্দ্র রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, রবিন মুরমু, বাংলাদেশ সারি ধরম কল্যান ট্রাষ্ট।