দিনাজপুরে এনসিসি নিস্বর্গ-বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ০৩:২৮ পিএম
দিনাজপুরে এনসিসি নিস্বর্গ-বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণে “আপনার সাথে সবুজের পথে”শীর্ষক শ্লোগানে এনসিসি ব্যাংক পিএলসি’র আয়োজনে “এনসিসি নিসর্গ”(বৃক্ষরোপন কর্মসূচী) এবং বাংলাদেশ ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তির আওতায় “এনসিসি স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন”অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) আয়োজিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি এনসিসি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস্টেইনেবল ব্যাংকিং ডিভিশনের প্রধান নিঘাত মুমতাজ এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেল-এর প্রধান মো. আনিসুর রহমান মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার শাখা প্রধান মো. কামাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল খালেকসহ স্কুলের শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি এনসিসি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম উক্ত স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা এবং এনসিসি স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের আওতায় জ্যামিতি বক্স, খাতা-কলম বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে