গাইবান্ধায় গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ০৪:৫১ পিএম
গাইবান্ধায় গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি সিএনজি তল্লাশি করে ১০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দুবলাগাড়ী এলাকার মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটোগ্যাস স্টেশনের সামনে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পলাশবাড়ী পৌরসভার কাঠপট্টি এলাকার বিকাশ বাঁসফোর এবং একই এলাকার আকাশ মিয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোবিন্দগঞ্জগামী একটি সিএনজি তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, “গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।” 

আপনার জেলার সংবাদ পড়তে