ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, বাড়ছে সংক্রমণের হার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ০৫:৩৪ পিএম
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, বাড়ছে সংক্রমণের হার

এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। চলমান সংক্রমণের ধারায় নতুন করে আরও দুজন প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭৮ জন আক্রান্ত রোগী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পরিবর্তন ও শহরাঞ্চলে মশার বিস্তারের ফলে সংক্রমণ বাড়তে পারে, তাই এখনই চাই জোরালো প্রতিরোধমূলক ব্যবস্থা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নতুন করে ২৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৭২ জন, ঢাকা মহানগরে ৬৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য অংশে ৪৬ জন, চট্টগ্রামে ৩৫ জন, রাজশাহীতে ৩৫ জন, খুলনায় ১৮ জন, রংপুরে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রোগী ভর্তি হন।

একই সময় ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের একজনের বাড়ি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকা থেকে এসেছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৯৮০ জন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ১০ হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৩ জনের, যাদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৩৬ জন নারী।

চলতি বছরের শুরু থেকে ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৪১ দশমিক ২ শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৬৩৫ জন রোগী।

তবে এ বছর এখনও পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুর হার গত বছরের তুলনায় অনেক কম। ২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন এবং সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ও সক্রিয়তা জরুরি।

আপনার জেলার সংবাদ পড়তে