ভোলার লালমোহনে সারের দোকান থেকে নিষিদ্ধ কার্বোফিউরান কীটনাশক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার (৩১ জুলাই) লালমোহন পৌর শহরের হাফিজ উদ্দিন এভিনিউর মেসার্স রেদোয়ান ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৪০ কেজি কার্বোফিউরান জব্দ করা হয়। এসময় মোবাইল কোর্টে মাধ্যমে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আজিজ।
ভ্রাম্যমান আদলত জানায়, বুধবার মেসার্স রেদোয়ান ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নিষিদ্ধ কার্বোফিউরান কীটনাশক দেখতে পায়। তারই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলেও জানায় ।
এসময় আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আহসানউল্যাহ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রকিবুল হাসান লিটন, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসনাইন তালুকদার এবং লালমোহন থানা পুলিশ সদস্য।