চট্টগ্রাম বন্দর থেকে কিসমিস পাচারের চেষ্টা, আটক ৩

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ০৫:৪৩ পিএম
চট্টগ্রাম বন্দর থেকে কিসমিস পাচারের চেষ্টা, আটক ৩

অবৈধভাবে কনটেইনার কিপডাউন (জাহাজ থেকে কনটেইনার নামানো বা অপসারণ করা) এবং আমদানি করা কিসমিস রাতের আঁধারে  পাচারের চেষ্টার সময় তিন জনকে আটক করেছে বন্দর নিরাপত্তা বিভাগ। গতকাল চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানান, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ডেলিভারি পয়েন্টে একটি অ্যাসাইনমেন্ট বহির্ভূত ও সিলবিহীন কন্টেইনার থাকার খবর পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরবর্তীতে  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন।  এ সময়  কন্টেইনারটির পাশে থাকা একটি কাভার্ডভ্যান এবং আশপাশের এলাকা তল্লাশি করে কাভার্ডভ্যানের ভেতর থেকে অ্যাসাইনমেন্ট বহির্ভূত ৮৪ কার্টন (৮৪০ কেজি) কিসমিস উদ্ধার করা হয়। ওই অভিযানে ঘটনাস্থল থেকে মঙ্গলবার গভীর রাতে জড়িত কাভার্ডভ্যান, উদ্ধারকৃত মালামালসহ তিনজন ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বুধবার দুপুরে থানায় মামলাও দায়ের করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, নিয়ম বহির্ভূতভাবে কন্টেইনার কিপডাউন এবং আমদানি পণ্য পাচারের চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে তিন জনকে আটক করা হয়েছে। জাতীয় আমদানি-রপ্তানি নিরাপত্তা, পণ্যের সুরক্ষা এবং একটি স্বচ্ছ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করছি। ভবিষ্যতেও আমাদের এই নীতি অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে