সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক টেকনিশিয়ান। বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় আকস্মিক বিস্ফোরণে দুজন আহত হন, যাদের একজন পরে হাসপাতালে মারা যান।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান আহমেদ (বা রুম্মান) সিলেট শহরের টিলাপাড়া বা সাহেবেরবাজার এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সানরাইজ কোম্পানির তত্ত্বাবধানে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিমানবন্দরে কর্মরত ছিলেন।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বোর্ডিং ব্রিজের চাকা খুলে নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত দুজন আহত হন। আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে রোমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহত টেকনিশিয়ানের নাম এনামুল হক (২৫)। তিনি বিমানবন্দর থানার মহালদিগ গ্রামের বাসিন্দা এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় বিমানের বা বিমানবন্দরের কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ঘটে যাওয়া একটি দুঃখজনক দুর্ঘটনা।
এ ঘটনায় বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, কীভাবে চাকা বিস্ফোরিত হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।