রাজশাহীর বাগমারায় আল আকসা ইসলামী ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিকের আয়োজনে ফ্রি হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসায় হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসা সেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মেহেদি হাসান এমবিবিএস, ডাঃ মোহাম্মদ সাদিকুজ্জামান রিংকু এমবিবিএস, মেডিসিন, ডায়াবেটিস রোগের চিকিৎসক ডাঃ মোহাম্মদ আলমগীর কবির। ফ্রি হেলথ্ ক্যাম্প বাস্তবায়ন করেন, আল আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক (এম.এ, ডি এইচ এম এস, বি এইচ বি ঢাকা) এ সময় উপস্থিত ছিলেন, গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন, মাওলানা আব্দুস সোবহান, সরকারি মাওলানা রেজাউল করিম সহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স এবং টেকনোলজিস্ট সহ অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন। উক্ত হেলথ্ ক্যাম্পের আয়োজন করে বাগমারার দেউলিয়া বাসস্ট্যান্ডের আল আকসা ইসলামী ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিক। ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেই সাথে ১৯০ জন ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপিং করে দেয়া হয়েছে।