ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের স্কুলমূখীকরণ

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫০ এএম
ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের স্কুলমূখীকরণ

দিনাজপুর শহরের সুইহারীস্থ এনজিও ফোরাম মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে আজ শনিবার (২১ ডিসেম্বর) শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় দিনাজপুরের গণমাধ্যম কর্মীদের নিয়ে ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের স্কুলমুখীকরণ ও পূর্নবাসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় শিশু নিরসন প্রকল্পের প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস বলেন, এই প্রকল্প ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এই প্রকল্পের আলোকেই আমরা যা যা করেছি তা আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রকল্প না থাকলেও ঝুঁকিপূর্ণ কর্মজাবী শিশুরা স্কুলমুখী হতে পারবে। এজন্য আমরা ৬টি লার্নিং সেন্টারের মাধ্যমে ঝড়ে পড়া শিশুদের স্কুলমুখী করতে সচেতন মূলক কার্যক্রম পরিচালনা করছি। তারই অর্জন হিসেবে আগামী ২০২৫ সালে দিনাজপুরে ঝড়ে পড়া ২৪০জন শিশুকে আবারো নতুন করে বিশেষ করে যাদের বয়স ১৪ এর নিচে তাদের স্কুলে ভর্তির সকল ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ১৪ বছরের উপরে ঝড়ে পড়া ৫০ জন শিশুদের ইতিমধ্যে প্রশিক্ষণ দ্বারা দক্ষ করে তাদেরকে সেলাই মেশিন, কারিগরি উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মনে রাখবেন ঝুঁকিপূর্ণ শিশুশ্রম একজন শিশুর জন্য মারত্মক ক্ষতিকর কর্মসংস্থান। সরকারের ঘোষনা অনুযায়ী ৪৩টি কাজ ঝুঁকিপূর্ণ হিসেবে আমাদের সমাজে রয়েছে। এ থেকে বেড়িয়ে আসতে গণমাধ্যমের কর্মীদের সক্রিয় লেখনী ও সামাজিক দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। মতবিনিময় সভায় আলোচনা করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ইউএনবি দিনাজপুর জেলা প্রতিনিধি মো. সালাউদ্দীন আহম্মেদ, জিটিভি দিনাজপুর প্রতিনিধি তনুজা শারমিন, সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার বার্তা সম্পাদক মো. বেলাল হোসেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আবুল কাশেম, বাসস দিনাজপুর জেলা প্রতিনিধি রোস্তম আলী মন্ডল, দৈনিক দিনবদল সংবাদের সম্পাদক রেজাউল করিম ফটো সাংবাদিক নুর ইসলাম ও সাংবাদিক কাশী কুমার দাস।


আপনার জেলার সংবাদ পড়তে