রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ এর কার্যক্রম অবহিতকরণ সভা

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ০৭:০৬ পিএম
রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ এর কার্যক্রম অবহিতকরণ সভা

রামুতে আর্ন্তজাতিক বেসরকারি সংস্থা ডাকভাঙ্গা বাংলাদেশ এর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই, কাউয়ারখোপ মইষকুম এরিয়া অফিসে ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারি মো. জুয়েল তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম। 

সভায় ডাকভাঙ্গা বাংলাদেশ এর চলমান কার্যক্রম মাল্টিমিডিয়ায় প্রদর্শন করা হয় এবং শিক্ষা ও উন্নয়নমূলক এসব কর্মকান্ডে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহনকারিগণ সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এ সংস্থার কার্যক্রম চলমান রাখায় বেলজিয়াম বাংলাবাড়ি এবং ডাকভাঙ্গা বাংলাদেশকে ধন্যবাদ জানান। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম ডাকভাঙ্গা বাংলাদেশ এর কার্যক্রমের প্রশংসা করে বলেন- কাউয়ারখোপ ইউনিয়নটি এমনিতেই অবহেলিত ও দূর্গম। এখানকার পাহাড়ি, সুবিধাবঞ্চিত দূর্গম গ্রামে ডাকভাঙ্গা বাংলাদেশ প্রায় ২৬ বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, যাকাত, দরিদ্র জনগোষ্ঠিকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাভলম্বী করা, খাদ্য সহায়তা প্রদান সহ নানাবিধ শিক্ষা, সেবা, মানবিক ও উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতা ও সুনামের সাথে পরিচালনা করে যাচ্ছে। 

ডাকভাঙ্গা পরিচালিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেই এলাকার অনেক দরিদ্র পরিবারের সন্তান এখন চিকিৎসা, প্রযুক্তি, প্রকৌশল শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে। যাদের অধিকাংশ বর্তমানে চাকরির পাশাপাশি উচ্চ শিক্ষা অর্জন করছে। 

ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী খানের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন- রামু প্রেস ক্লাবের সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ওসমান গনি, মৈষকুম ওসমান সরওয়ার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আলম সওদাগর, ইউপি সদস্য আবদুল আজিজ, মহিলা ইউপি সদস্য নুর নাহার, প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, সহকারি প্রধান শিক্ষক আরেফা আক্তার, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা নাজিম উদ্দিন, সহকারি শিক্ষক উম্মে সালমা প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে