কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের আজ ও গত বুধবার বৃষ্টির কারণে অস্থায়ী জলাবদ্ধতা শুরু হয়েছে। বিশেষ করে এসিল্যান্ড অফিসে সংলগ্ন সাবেক এমপি মুজিবুর রহমান মঞ্জুর বাড়ির সামনে পুকুরটি ভরে (এসিল্যান্ড অফিস) পাশের রাস্তার মধ্যে হাঁটু পানি লেগে যাওয়ার কারণে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌর শহরের বিভিন্ন ড্রেন ভরে গেছে। এর মূল কারণ গত কয়েকদিন আগে বাজিতপুর পৌর শহরসহ বিভিন্ন স্থানে স্টীল বডি নৌকা আনলোড বালু গুলো বিভিন্ন জায়গায় ভরাট করার কারণে পানি যে দিক দিয়ে যায়, সেদিকে গতি ও ভরাট হওয়ার কারণে পানি না যাওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে রাবারকান্দি-সরকারি হাসপাতালের রাস্তাটিও পানিতে থৈ থৈ করছে। যেমন- সে এলাকার গ্রামবাসীদের বাড়ী থেকে বের হলে পঁচা পানি উপর হেঁটে তাদেরকে বাড়ী হতে বের হতে হচ্ছে। এতে করে এসব এলাকার মানুষদের এই দূষিত পানি দিয়ে হাটার ফলে বিভিন্ন চর্মরোগের আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এছাড়া ডাকবাংলার পুকুরটি একটি পাশে ভেঙে যাওয়ায় বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম আজ বৃহস্পতিবার জনগণের চলাচলের জন্য পাড় বাধার বিভিন্ন জিসিনপত্র এনে পুকুরের ভাঙ্গা পাড়টি নির্মাণের ব্যবস্থা করছেন বলে এলাকাবাসী তাকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে বাজিতপুর পৌর শহরে নিতাই ব্রীজটি এপাশে এবং ওপাশে রেলিংগুলি ফেটে গেছে। এই ব্রীজটি বর্তমানে ঝুঁঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অন্যদিকে থানার মোড় হতে নিতারকান্দি পর্যন্ত ২ কিলোমিটার রাস্তাটি ভেঙ্গে খানাখন্দ হয়ে পড়েছে। অন্যদিকে এই ৯টি ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক। আশেপাশের লোকজন নাক ছিকড়ে তাদেরকে চলাফেরা করতে হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। পৌরবাসীর একমাত্র আর্থী এ বিষয়টিকে পৌর উর্ধ্বতন কর্তৃপক্ষ একবার ভেবে দেখবেন কি?