দিনাজপুরে ছাত্রদলের বিজয় দিবস উদযাপন

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫১ এএম
দিনাজপুরে ছাত্রদলের বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আজ শনিবার (২১ ডিসেম্বর) ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব),দিনাজপুর মেডিকেল কলেজ শাখা এবং এসোসিয়েশন অব এক্স ছাত্রদল দিনাজপুর মেডিকেল কলেজের উদ্যোগে আলোচনা সভা, গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এ সকল অনুষ্ঠানে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ দিনাজপুর মেডিকেল কলেজ শাখার সদস্য সচিব ও দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মো. কামরুজ্জামান খান কাঞ্চনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন। অনুষ্ঠিত অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক ডাঃ নুর জামান-এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি.মে.ক শাখার ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক ডা. মাহমুদ হাসান পলাশ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মো. রুহুল আমিন টিপু, ড্যাব দি.মে.ক শাখার যুগ্ন আহবায়ক ডা. মো. মেশকাত উদ্দিন খান, ড্যাব দি.মে.ক শাখার কোষাধক্ষ্য ,কার্য্যকরি সদস্য কেন্দ্রীয় ড্যাব ও সাবেক ছাত্রদল সভাপতি ডা. জামিলুর রহমান মাসুম ও দি.মে.ক ড্যাব শাখার যুগ্ম আহবায়ক ডা. মাসুক আল মারজান, দিনাজপুর মেডিকেল কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতা ডা. সাইফুর রহমান আতিক, ডা. তৌফিক, ডা. মামুন, ডা. কনক, ডা. ফরহাদ, ডা. মশিউর রহমান স্বপন, ডাঃ আনিম, ডাঃ টিমন, ডা. মো. গোলাম সারোয়ার, ডা. হাবিবুল্লাহ রাসেল, ডা. এ এস এম ইকরাম, ডা. কামরুল, ডাঃ সৌমিক, ডা. মাহবুব, ডা. মাসুদ, ডা. সবুজ, ডা. তমাল সহ ছাত্রদলের দিনাজপুর মেডিকেল কলেজ শাখার সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যে ডা. মো. কামরুজ্জামান খান কাঞ্চন স্বাধীনতার ঘোষক মেজর জিয়ার মুক্তিযুদ্ধে অবদান, সফল রাষ্ট্রপতি হিসেবে দেশ পরিচালনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য সংগ্রাম, আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য যে, আলোচনা সভা, দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস এলাকায় বৃক্ষের চারা রোপণ এবং দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় ড্যাবের প্রচার সম্পাদক, পিজি ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডাঃ জাফর ইকবাল এবং কেন্দ্রীয় ড্যাবের সহ-অ্যাপায়ন সম্পাদক ও ড্যাব দিনাজপুর মেডিকেল কলেজ শাখার আহবায়ক, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক ডা. শাহনেওয়াজ দেওয়ান।

আপনার জেলার সংবাদ পড়তে