হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা, ভাংচুর, মারধোর ও অগ্নিসংযোগ এর অভিযোগে উপজেলার শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ জাবেদ মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।বৃহস্পতিবার বিকালে থানার এস.আই শাহানূর পৌর শহরের নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সহিদ-উল্ল্যা জানান-বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগষ্ট মাধবপুর উপজেলা সদরের ছাত্র-জনতার উপর হামলা-মারধোর, ভাংচুর ও অগ্নিসংযোগ এর সঙ্গে সরাসরি জড়িত এবং এ সংক্রান্তে মাধবপুর থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী।