কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা অফিসার মো: আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: মাহতাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, সহকারী পরিদর্শক তৌহিদা সিদ্দিকা ও রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলী প্রমুখ। পরে ২০২২-২৩ শিক্ষা বর্ষের রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।