নাটোরের সিংড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইন্দ্রাসুন-ইটালী রাস্তার পাশে একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পড়নে কালো রঙের টাউজার ও তার শরীরের সাদা সেন্টু গেঞ্জি দিয়ে মুখ বাঁধা এবং গোলাপী টি-শার্ট দিয়ে গলায় ফাঁস দেয়া রয়েছে। আনুমানিক বয়স ২৫ থেকে ২৮ বছর। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মুঠোফোনে খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এটি অসাভাবিক মৃত্যু।