দেলদুয়ার উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৫, ১২:২৫ পিএম
দেলদুয়ার উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। বৃহস্পতিবার  বেলা বারটায়  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও  থানা পরিদর্শন করেন এবং সর্বোচ্চ জনসেবা নিশ্চিত করতে নির্দেশ দেন ।

শিক্ষার মানোন্নয়নে তিনি উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন । তিনি বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের সাথে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

এছাড়াও উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক, টাঙ্গাইল । ডেঙ্গু প্রতিরোধে উপজেলা পরিষদ ও ০৮ টি ইউনিয়ন পরিষদের জন্য ফগার মেশিন ও মশক নিধনের ঔষধ বিতরণসহ  অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন তিনি। একই সাথে দুঃস্থ নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ ও মৎস্য সম্পদ বৃদ্ধিতে মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচিতে অংশ নেন।

তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ও প্রকল্পের গুণগতমান শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন ।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা  নির্বাহী কর্মকর্তা  সাব্বির আহমেদ, উপজেলা  সহকারী কমিশনার ভূমি মোস্তফা আব্দুল্লাহ আল নূর, অফিসার ইনচার্জ  দেলদুয়ার থানা শোয়েব খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা বৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে