টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। বৃহস্পতিবার বেলা বারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানা পরিদর্শন করেন এবং সর্বোচ্চ জনসেবা নিশ্চিত করতে নির্দেশ দেন ।
শিক্ষার মানোন্নয়নে তিনি উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন । তিনি বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের সাথে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
এছাড়াও উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক, টাঙ্গাইল । ডেঙ্গু প্রতিরোধে উপজেলা পরিষদ ও ০৮ টি ইউনিয়ন পরিষদের জন্য ফগার মেশিন ও মশক নিধনের ঔষধ বিতরণসহ অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন তিনি। একই সাথে দুঃস্থ নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ ও মৎস্য সম্পদ বৃদ্ধিতে মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচিতে অংশ নেন।
তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ও প্রকল্পের গুণগতমান শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তফা আব্দুল্লাহ আল নূর, অফিসার ইনচার্জ দেলদুয়ার থানা শোয়েব খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা বৃন্দ।