বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শুল্ক কমানো নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
পোস্টে উল্লেখ করেন, “আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগে উচ্চ ট্যারিফ হার ঘোষণা করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ ও যুক্তরাষ্ট্রের আন্তরিকতায় তা কমে ২০%-এ নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারকে ধন্যবাদ জানাই।”
ভবিষ্যতে ড. ইউনূস ও পরবর্তী নেতৃত্ব যেন সম্মানজনক অবস্থান বজায় রেখে বিশ্ব কূটনীতিতে মর্যাদাপূর্ণ ভূমিকা রাখেন। এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে তিনি আবারও কৃতজ্ঞতা জানান জামায়াত আমির।