নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার পথে কোনো বাধা দেখছি না: নজরুল ইসলাম

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১ আগস্ট, ২০২৫, ০৬:১৯ পিএম
নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার পথে কোনো বাধা দেখছি না: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানিয়েছেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে, সেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা অপেক্ষা করছি। আশা করব শিগগিরই সরকার এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবে এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবে।”

এ সময় উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে। তবে ঘোষিত ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টি নিয়ে দলটির ভিন্নমত রয়েছে।

হাটহাজারীতে বিএনপি নেতারা হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরে মাদরাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী এবং শায়খুল হাদীস শেখ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে