নীলফামারী জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৫, ০৬:৫৯ পিএম
নীলফামারী জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা

নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট ণঅধিকার পরিষদের উদ্যোগে শহরের শাখামাছা বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভার আয়োজন ছিল। 

সভায় প্রধান অতিথি ছিলেন জিওপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ। বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন বাবু। সভায় সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হামিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদমান সাকিল, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, জেলা যুব অধিকার পরিষদের সহ-সম্পাদক উমর ফারুক মুন্না।

অনুষ্ঠানে নীলফামারী-৩ জলঢাকা আসনে দলীয় প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন বাবুর নাম প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রতিক ট্রাক মার্কায় ভোট চেয়ে আনুষ্ঠানিক ভাবে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

ট্রাক প্রতিকের প্রার্থী সোহাগ হোসেন বলেন,তৃণমুলে সাংগঠনিক ভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে জিওপি। আমি বিশ্বাস করি নতুন বাংলাদেশ বিনির্মাণে এই এলাকার মানুষ ট্রাক প্রতিকে ভোট দেবেন। পরে জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে