ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদে মুফতি মুখলেসুর রহমানের যোগদান

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৫, ০৭:১৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদে মুফতি মুখলেসুর রহমানের যোগদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব পদে মুফতি মুখলেসুর রহমান নিয়োগ পেয়েছেন। দীর্ঘদিন ধরে নাসিরনগর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসা এই প্রখ্যাত আলেম বর্তমানে জেলা শহরের কেন্দ্রীয় এই মসজিদে যোগদান করেছেন। প্রসঙ্গত মুফতি মুখলেসুর রহমান নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামে ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। পিতার নাম মাস্টার মনির উদ্দিন। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। দেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম থেকে তিনি ২০০২ সালে মুমতাজ গ্রেডে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

১৯৯৮ সালে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিচালিত আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে সাফল্যের সঙ্গে মুমতাজ গ্রেড অর্জন করেন এবং সম্মাননা লাভ করেন। পটিয়া মাদরাসার শায়খগণের পরামর্শে জামিয়া ইসলামিয়া ভূজপুরে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে বনানীর জামিয়া মুহাম্মাদিয়াতে দুই বছর কর্মরত থাকার পর আবার ভূজপুরে ফিরে প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে নিজ জন্মভূমিতে ফিরে জামিয়া কাসেমিয়া নাসিরনগর প্রতিষ্ঠা করেন এবং এখনো সেখানে প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া কাসেমিয়া মাদরাসার নাজিমে আ’লা হিসেবেও নিয়োজিত। ধর্মীয় জ্ঞানচর্চায় তাঁর লেখালেখির অবদানও অনস্বীকার্য। তিনি “শামসুল আমালীহ”নামক মেশকাত শরীফের আরবী ব্যাখ্যাগ্রন্থ রচনা করেন। এছাড়াও তিনি “আল-ইমদাদ”পত্রিকার সম্পাদক এবং “ফাতাওয়ায়ে জামিয়া কাসেমিয়া”র সম্পাদনায় দায়িত্ব পালন করেছেন।তিনি শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম (রহ.) ও আল্লামা শাহ জালাল আহমদ (রহ.) এর নিকট থেকে বায়আত ও ইজাজত প্রাপ্ত। মুফতি মোখলেছুর রহমান একজন প্রজ্ঞাবান মুহাদ্দিস, বিশ্লেষণধর্মী শিক্ষক, মননশীল লেখক ও বিজ্ঞ আলেম। ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদে তাঁর যোগদানে ইসলামি চেতনার বিকাশ ও ধর্মীয় শিক্ষার উৎকর্ষতা নতুন দিগন্ত উন্মোচন করবে-এমনটাই প্রত্যাশা জেলার ধর্মপ্রাণ মানুষের।

আপনার জেলার সংবাদ পড়তে