জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে চলচ্চিত্র প্রদর্শন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০২:২৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে চলচ্চিত্র প্রদর্শন

শেরপুর প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত কয়েকটি তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বেলা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শেরপুর খামারবাড়ি উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে এ তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী হয়। 

শেরপুর খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, গত জ্লুাই ২০২৪ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ও বহিরাগত দিয়ে যেভাবে হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক। একটি স্বাধীন দেশে স্বাধীনতার ৫৪ বছর পরেও যে এ ধরণের হামলা হতে পারে তা অকল্পনীয়। তিনি, জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা ও গুলির ঘটনায় জড়িতদের এবং এর নির্দেশদাতা ও মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর, বিভিন্ন উপজেলার কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও উপসহকারি কৃষি কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে