গাইবান্ধার পলাশবাড়ীতে ফেনসিডিল ও নগদ টাকাসহ রাইকুল ইসলামকে (৪২) আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের একটি টহলদল পলাশবাড়ী পৌরশহরের ফায়ার সার্ভিস এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় যানবাহন তল্লাশীর মধ্যে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২২১৬৫) তল্লাশী কালে সন্দেহভাজন একটি লাগেজ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪’শ ৫২ টাকা উদ্ধার করা হয়। সেইসাথে রাইকুল ইসলামকে আটক করা হয়। রাইকুল রংপুর তাজহাটের আশরতপুর চকবাজার এলাকার আবুল হোসেনের ছেলে। পরে তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তরসহ তার বিরুদ্ধে নিয়মিত একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা সেনা ক্যাম্পের কমান্ডার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী নিয়মিতভাবে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয়নে অভিযান পরিচালনা করে আসছে। সেইসাথে চেকপোস্ট কার্যক্রম আরো জোরদার করা হবে।