এ টি এম আজহারুল ইসলাম

হত্যা,জুলুম,নির্যাতন করে জামায়াতে ইসলামকে এ দেশ থেকে মুছে ফেলা যাবে না

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০৬:৫১ পিএম
হত্যা,জুলুম,নির্যাতন করে জামায়াতে ইসলামকে এ দেশ থেকে মুছে ফেলা যাবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য সদ্য কারামুক্ত এ টি এম আজহারুল ইসলাম বলেছেন,জামায়াত নেতৃবৃন্দকে জেল,জুলুম,হত্যা,নির্যাতন করে জামায়াতে ইসলামকে এ দেশ থেকে মুছে ফেলা যাবে না। জুলুম নির্যাতন করে ইসলামকে স্তব্ধ করা যায় না। শহীদ নিজামীর অপরাধ এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। তিনি তার শহীদ নিজামীর ঘনিষ্ঠ সহচর হিসেবে আরো বলেন, শহীদ নিজামী দুটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও তার বিরুদ্ধে এক টাকারো দুর্নীতি এ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারিনি। সাঁথিয়াবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব এখন তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের। নিজামী হত্যার বিচার আমরা করব তবে হত্যার বদলে হত্যা করে নয় ইসলামী আদর্শের বিজয়ের মাধ্যমে।তাই সাঁথিয়াবাসীকে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দলমত নির্বিশেষে সকলকে আগামী সংসদ নির্বাচনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পক্ষে কাজ করার আহবান জানান তিনি। শনিবার(২আগষ্ট)দুপুরে পাবনার সাঁথিয়ার দৌলতপুর ইমাম হোসাইন একাডেমির মাঠে জামায়াতে ইসলামীর উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে তিনি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করেন।


সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায় উক্ত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,৬৮ পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আরো বক্তব্য দেন,কেন্দ্রীয় সূরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আব্দুর রহিম। এ সময আরো উপস্থিত ছিলেন,জামায়াত নেতা মাওঃ জহুরুল ইসলাম খান, মাওঃ আব্দুল গাফ্ফার খান,মাওঃ আতাউর রহমান,অধ্যাপক নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলা জামায়াতের প্রতিনিধিগণ ।


আপনার জেলার সংবাদ পড়তে