ফুলবাড়ীতে বৃত্তি পরীক্ষায় উত্তির্ণ ২৫ শিক্ষার্থী পেল সনদ ও ক্রেস্ট

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০৭:২২ পিএম
ফুলবাড়ীতে বৃত্তি পরীক্ষায় উত্তির্ণ ২৫ শিক্ষার্থী পেল সনদ ও ক্রেস্ট

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নিউ শুভেচ্ছা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেটের ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় নিউ শুভেচ্ছা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট চত্ত্বরে এক আলোচনা সভার মধ্য দিয়ে আনূষ্ঠানিকভাবে ২৫ শিক্ষার্থীর মাঝে এসব সম্মাননা প্রদান করা হয়। 

নিউ শুভেচ্ছা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেটের সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নিউ শুভেচ্ছা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেটের পরিচালক শিক্ষানুরাগী আব্দুর রহিম, অতিথি রফিকুল ইসলাম রাফিউল, নিউ শুভেচ্ছা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেটের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, অভিভাবকদের পক্ষে আহম্মদ আলী, নাজমুল ফেরদৌস লাভলু, খলিলুর রহমান, সাইফুর রহমান প্রমূখ।

জানা গেছে, বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রেরণা প্রদানে ২০২৪ সালের ২২ ডিসেম্বর ফুলবাড়ী ডিগ্রী কলেজ কেন্দ্রে নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে ঐতিহ্যবাহী ফুলবাড়ী নিউ শুভেচ্ছা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেটের নার্সারীতে ৫ জন, প্রথম শ্রেণিতে ৩ জন, দ্বিতীয় শ্রেণিতে ৭ জন, তৃতীয় শ্রেণিতে ৪ জন, চতুর্থ শ্রেণিতে ৩ জন ও পঞ্চম শেণিতে ৩ জন শিক্ষার্থী মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত হন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল পাওয়া শিক্ষার্থীদের এককালীণ ১ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট দেয়া হয়। একইভাবে সাধারন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এক কালীণ ৭০০ টাকা, সনদ ও ক্রেস্ট দেয়া হয়েছে। আগামীতে নিউ শুভেচ্ছা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেটের পক্ষ থেকে বৃত্তি কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে