ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ আগষ্ট) বিকেলে পার্বতীপুর তৌহিদি জনতার উদ্যোগে শহরের কেন্দ্রীয় মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পার্বতীপুর তৌহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন, দারুল উলুম ক্কওমী মাদ্রাসার প্রতিষ্ঠা পরিচালক মাও. হুমায়ন কবির মিলনপুরী, মুহতামিম বাবুল উলুম কওমি মাদ্রসার হাফেজ মাও. জোবায়ের আহম্মেদ, বাহরুল উলুম ক্কওমী মাদ্রাসার মোহতামিম হাফেজ মাও. রায়হান আলী, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক ও বাবুল উলুম কওমি মাদ্রাসার সহকারি শিক্ষক মাও. মুফতি রবিউল ইসলাম ও সন্দুরীপাড়া জামে মসজিদের ইমাম এনামুল হক প্রমুখ। সমাবেশে বক্তারা তীব্র প্রতিবাদ জানান, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের ফলে এই কার্যালয়টি দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যবহৃত হতে পারে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল, সমকামিতা, ট্রান্সজেন্ডার পরিচয় ও লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করে আইন প্রণয়ন, পতিতা বৃত্তিকে বৈধতা দেওয়ার সব প্রচেষ্টা বন্ধ এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন।