চিলমারী বজ্রপাতে ১১ টি মহিষের মৃত্যু, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৩:২৪ পিএম
চিলমারী বজ্রপাতে ১১ টি মহিষের মৃত্যু, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারীর বাংলা বাজার পদ্মা নদীর চরে রোববার ভোর রাতে বজ্রপাতে ১১ টি মহিষের মৃত্যু ঘটেছে। যার আনুমানিক মূল্য প্রাই ২০ লক্ষা ধিক টাকা বলে জান গেছে। এলাকা বাসি ও বিএনপি নেতা মোহাম্মদ নুরুজ্জামান, রাকিবুল ইসলাম, মোঃআবু সুফিয়ান অপু এবং চিলমারীর চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান জানান রোববার ভোর রাতে বজ্রপাত ঘটলে চিলমারীর বাংলাবাজারের মহিষের খামারি মোঃ নবিরের একার ১০টি এবংএকই এলাকার এলাহীর ১টি সহ ১১ টি মহিষের মৃত্যু ঘটে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ হাজার টাকা বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে