সাটুরিয়ায় ছিন্নমুলদের মাঝে কম্বল বিতরণ

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৭ এএম
সাটুরিয়ায় ছিন্নমুলদের মাঝে কম্বল বিতরণ

রাতের আধারে ছিন্নমুল শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। শুক্রবার রাতে বালিয়াটি জমিদার বাড়ি, পশ্চিম চালা এলাকা, সাটুরিয়া হাসপাতাল রোড এবং কালুশাহ মাজার এলাকায় এই কম্বল বিতরণ করেন। এ সময় সড়কে থাকা ভাসমান দুঃস্থ শীতার্থরা হাতে এই কম্বল পেয়ে খুশী হন। কম্বল পাওয়া বালিয়াটি বাজারের পান দোকানদার মুক্তার হোসেন বলেন, গভীর রাত পর্যন্ত পান বিক্রি করি। এখন শীতের মাত্রা বেশী। আবার মৃদু বাতাস বইতে শুরু করেছে। শীত বেড়েছে, হঠাৎ করে ইউএনওর গাড়ী এসে থামল গতকাল রাতে। আমাকে ও আশেপাশের অবস্থানরত ছিন্নমুল অনেকের গায়ে কম্বল দিলেন। এতে আমার উপকার হয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, মানিকগঞ্জ জেলা পরিষদ থেকে ৩ শতাধিক কম্বল হাতে পেয়েই তা বিতরণ শুরু  করেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে ৩ লক্ষ টাকার কম্বল কেনা  হচ্ছে। হাতে পেলে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিত্বে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে তা বিতরণ করা হবে। বিভিন্ন এতিম খানা ও মাদ্রসায় কম্বল বিতরণ করা হবে। তাছাড়া সরকারী প্রতিষ্ঠান ছাড়াও যে কোন সংগঠন ও ব্যক্তি কম্বল বিতরণ করতে পারে এবং আমাদের মাধ্যমে তা বিতরণ করার সুযোগ রয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে