কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজারহাট উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত লটারীতে উপজেলার সাতটি ইউনিয়নের ২৮জন ডিলার মনোনীত হন।
উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা বেগম ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সামছুন্নাহার সাথী ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ আহম্মদ।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, এবারে খাদ্যবান্ধব কর্মসূচিতে মোট আবেদন পড়েছিল ১৬২টি। এর মধ্যে শর্ত পূরণ না হওয়ায় ১টি আবেদন বাতিল হয়েছে। ১৬১ জনের মধ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে ২৮জনকে নির্বাচিত করা হয়েছে।
এসময় উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, আবেদনকারীসহ বিভিন্ন শ্রেণীর মানুষজন উপস্থিত ছিলেন। উন্মুক্ত লটারির মাধ্যমে সুষ্ঠুভাবে ডিলার নির্বাচন হওয়ায় উপস্থিত সকলে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন,‘সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ডিলার নির্বাচনে আমরা বদ্ধপরিকর। এটি তারই প্রতিফলন।’
উল্লেখ্য,নির্বাচিত এসব ডিলার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকারের নির্ধারিত ভর্তুকিমূল্যে ইউনিয়ন পর্যায়ে খাদ্যসামগ্রী বিতরণ করবেন।