বাঁচতে চায় জয়ন্ত চৌধুরী প্রয়োজন সহযোগিতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৪:২৪ পিএম
বাঁচতে চায় জয়ন্ত চৌধুরী প্রয়োজন সহযোগিতা

প্রিয় পাঠক, টগবগে যুবক জয়ন্ত চৌধুরী (৩২) ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনাচিকিৎসায় এখন মৃত্যুর প্রহর গুনছেন। চিকিৎসকেরা জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে তার অস্ত্রোপাচার করা না হলে বড়ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিন্তু ইতোমধ্যে অসহায় পরিবারটি তাদের সহায় সম্ভব বিক্রি করে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পরেছেন। তাই ব্যয়বহুল চিকিৎসা করানো তাদের পক্ষে অসম্ভব হয়ে পরেছেন। এজন্য জয়ন্ত চৌধুরীর অসহায় পরিবার সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও সরকারের কাছে সু-চিকিৎসার জন্য হাত পেতেছেন।

রোববার (৩ আগস্ট) অসুস্থ জয়ন্ত চৌধুরীর বোনজামাতা দেবাশীষ হাওলাদার জানিয়েছেন, ঝালকাঠির বিনয়কাঠী ইউনিয়নের শুভংকরকাঠী গ্রামের বাসিন্দা জয়ন্ত চৌধুরী ঢাকায় সাভারের একটি ইপিজেডে শ্রমিক হিসেবে কাজ করে জিবীকা নির্বাহ করে আসছিলেন। বর্তমানে চার মাসের অন্তঃস্বত্তা স্ত্রী ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে জয়ন্তর সংসার। গত তিন মাস পূর্বে জয়ন্ত চৌধুরীর আকস্মিক ব্রেন স্ট্রোক হয়। পরবর্তীতে গ্রামের শেষ সম্বল জমিজমা বিক্রি করে ছয় লাখ টাকা ব্যয় করে সাভারের এনাম হাসপাতালে জয়ন্তর ব্রেন অপারেশন করা হয়। দেবাশীষ হাওলাদার আরও জানান, অপারেশনের পর জয়ন্ত চৌধুরী দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন। সেই থেকে তিনি বাসায় শয্যাশয়ী রয়েছে।

তার চোখের চিকিৎসা ও ব্রেনে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করাতে আরও প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের শেষসম্ভল জমিজমা বিক্রি করে প্রথমদফায় চিকিৎসা করানোর পর এখন অর্থাভাবে দ্বিতীয় দফায় চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা। তাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম জয়ন্তী চৌধুরীর চিকিৎসা এখন অনিশ্চিত হয়ে পরেছে। পুরো পরিবারটি এখন অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন। জয়ন্তী চৌধুরীর এ অবস্থায় অসহায় পরিবারটি দিশেহারা হয়ে সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও সরকারের কাছে সু-চিকিৎসার জন্য হাত পেতেছেন। পাশাপাশি অসুস্থ জয়ন্ত চৌধুরী বাঁচার জন্য আকুতি জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : ০১৭২৮-১১ ৫১ ২৯ (বিকাশ/নগদ)। অথবা শ্রী দেবাশীষ হাওলাদার, হিসাব নম্বর-৪৪৩১৩০১০২০৮০৯, সোনালী ব্যাংক লিমিটেড, সাভার ক্যান্টমেন্ট শাখা, ঢাকা।

আপনার জেলার সংবাদ পড়তে