বরগুনা-২ আসনে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৪:৫১ পিএম
বরগুনা-২ আসনে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকধারী প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী শনিবার (২ আগস্ট) বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।

বেতাগী টাউনব্রিজ এলাকায় এক পথসভায় তিনি বলেন, “যারা বছরের পর বছর ক্ষমতায় থেকেছে, তারা কখনো এখানকার মানুষের দুঃখ-কষ্ট বোঝেনি। আমরা এই মাটি ও মানুষের লোক; পাশে থাকতে চাই, লুটপাট করতে নয়।”

তিনি অভিযোগ করেন, “দীর্ঘদিন একদল লুটপাট চালিয়ে ৫ আগস্ট পালিয়েছে, আরেক দল মামলার ফাঁদ পেতে নিরীহ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। দোকানদারদের কাছ থেকে চাঁদা তুলছে হেবিওয়েটের নামে। ইনশাআল্লাহ বেতাগীতে কোনো চাঁদাবাজি হতে দেব না।”

মিজানুর রহমান কাসেমী পথসভায় আরো বলেন, “আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি চরমোনাই পীরের শিষ্য। রাজনীতি করি মানুষের হক আদায়ের জন্য। যদি আপনারা সমর্থন করেন, এই জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।”

গণসংযোগ শেষে তিনি গলাচিপা, চান্দখালী, কাউনিয়া, কাজীরহাট, মোকামিয়া, পুটিয়াখালী, বিবিচিনি বাসস্ট্যান্ড ও বেতাগী পৌর শহরেও পথসভায় বক্তব্য দেন।

এসময় তার সঙ্গে উপজেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মী সহ স্থানীয় নেতাকর্মী এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আমজনতা ও তরুণ ধর্মপ্রাণ যুবকদের বিশাল উপস্থিতি লক্ষ্য করা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে