এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ১২ কেজিতে কত কমলো?

এফএনএস অনলাইন:
| আপডেট: ৩ আগস্ট, ২০২৫, ০৪:৫৯ পিএম | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৪:৫৭ পিএম
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ১২ কেজিতে কত কমলো?

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বর্তমান নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার নতুন এ মূল্যের ঘোষণা দেওয়া হয়েছে, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে।

গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।