আগুনের সব হারিয়ে দিশেহারা কালিয়ার দরিদ্র সাইদ শেখ

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৭:১৪ পিএম
আগুনের সব হারিয়ে দিশেহারা কালিয়ার দরিদ্র সাইদ শেখ

নড়াইলের কালিয়ার পেড়লী গ্রামে একটি দোকানঘরে আগুন লেগে নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের লেলিহান শিখায় একমাত্র উপার্জনের দোকানঘরটি হারিয়ে দরিদ্র সাইদ শেখ মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। তিন সপ্তাহ অতিবাহিত হলেও টাকার অভাবে তিনি সংস্কার করতে পারেননি পুড়ে যাওয়া দোকানঘরটি। এ কারণে তাকে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে প্রায় অনাহারে-অর্ধাহারে অতিকষ্টে দিনাতিপাত করতে হচ্ছে।

সরেজমিন গিয়ে এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী গ্রমের মৃত ওলিয়ার শেখের ছেলে সাইদ শেখ একজন দরিদ্র অসহায় ব্যক্তি। সামান্য ভিটবাড়ি ছাড়া তার কোনো জমিজমা নেই। তিনি উত্তরপেড়লী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে বেড়িবাঁধের উপর ছোট একটি দোকানঘর নির্মাণ করে চা ও মুদি মালামাল বিক্রয় করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। উক্ত দোকানঘরটিই ছিল তার একমাত্র আয়ের পথ। গত ১২ জুলাই (শনিবার) দুপুরে দোকানঘরটি বন্ধ করে খাবার খেতে বাড়িতে যায়। এ সময় অজ্ঞাতকারণে অকস্যাৎ দোকানঘরটিতে আগুন লেগে দোকানঘরে রক্ষিত নগদ দেড় লক্ষাধিক টাকা ও বিভিন্ন মালামালসহ পুড়ে যায়। পার্শ্ববর্তী লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে দোকানঘরটি পুড়ে ভষ্মীভুত হয়ে যায়। এতে আনুমানিক ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নগদ টাকা ও দোকানঘরটি পুড়ে যাওয়ায় তিনি একরকম কর্মহীন হয়ে পড়েছেন। একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা পড়েছেন। তাকে সহযোগিতা করার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে