শফিকুর সভাপতি, জায়েদ সম্পাদক

চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের নির্বাচন সম্পন্ন

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৭:৫৬ পিএম
চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শফিকুর রহমান রিঙ্কু সভাপতি ও জায়েদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের

দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে-(২০২৫) সভাপতি পদে মোবারকগঞ্জ সুগার মিলের মোঃ শফিকুর রহমান রিঙ্কু গোলাপ ফুল প্রতিকে  ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুস ছাতা প্রতিকে পেয়েছেন ৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়পুরহাট সুগার মিলের মোঃ জায়েদ হোসেন

গরুর গাড়ি প্রতীক নিয়ে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা বই প্রতিক নিয়ে ৭২ ভোট পেয়েছেন।

এই নির্বাচনে ১৭টি পদের মধ্যে ১২টি পদে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হন। সভাপতি-সম্পাদক সহ ৫টি পদে ৩ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ৩জন মনোনয়ন জমাপত্র দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন: যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন পিন্টু, আইসিটি বিষয়ক সম্পাদক পদে মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা  সম্পাদক পদে মমিনুল ইসলাম।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কার্যকারী সভাপতি পদে মো: আলী আকতার, সহ-সভাপতি পদে মুহাম্মদ  মনিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে মো: রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে শওকত উর রহমান, দপ্তর সম্পাদক পদে মো: জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে রফিকুল ইসলাম,  আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক পদে আইয়ুব আলী, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক পদে মো: আবু সাঈদ, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক কে এম রায়হানুল আজিম।

এছাড়াও ৩টি কার্যকারী সদস্য পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে মো: মিলন  বিশ্বাস তালা চাবি প্রতিকে ১০৭ ভোট পেয়ে প্রথম, ব্যাডমিন্টন প্রতীকে ৭৪ ভোট পেয়ে ২য় ও রুহুল আমিন (১) টেবিল ফ্যান প্রতীকে ৭১ ভোট পেয়ে ৩য় হয়েছেন।

উল্লেখ্য -গত ২০জুলাই বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের গত ২০ জুলাই  সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২২ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৫ জুলাই মনোনয়নপত্র জমা, ২৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহার এবং  ৩ আগস্ট (২০২৫) ভোট গ্রহণের দিন ধার্য করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফেডারেশনের অধীনে থাকা ৯টি সুগার মিলের মোট ১৬৩ জন ভোটার এই নির্বাচনে ৩ আগস্ট সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফেডারেশনের নির্বাচন-(২০২৫) কমিশনের সদস্য মোঃ শাহেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে