‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে

আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ১২:০২ এএম
আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত সাধারণ ছুটির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে সম্প্রতি জারি করা সার্কুলারে বলা হয়, গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের আলোকে ৫ আগস্টকে জাতীয়ভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ভিত্তিতে দেশের সব তফসিলি ব্যাংকে ওইদিন কোনো প্রকার লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে না।

তবে গ্রাহকসেবা সচল রাখার লক্ষ্যে অনলাইন ব্যাংকিং, এটিএম, ও সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) কার্যক্রম যথারীতি চালু থাকবে। ফলে মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং বা কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন, জমা ও স্থানান্তরের মতো লেনদেন করতে পারবেন গ্রাহকরা।

একইসঙ্গে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান যেমন—নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই), শাখা, বুথ ও ব্যবসাকেন্দ্রসমূহ ৫ আগস্ট বন্ধ থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত কার্যকর করে।

এই প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকিং ও আর্থিক খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে, যেন সাধারণ ছুটির আগ-পিছের কার্যদিবসে গ্রাহকসেবায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে।

উল্লেখ্য, চলতি বছর থেকে সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেয়। এই দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবছর দিবসটি উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে