ফকিরহাটে প্রথম ইনডোর শিশু বিনোদন কেন্দ্র ‘অননস ড্রিম পার্কথ-এর শুভ উদ্বোধন

এফএনএস (খান মো: আল আউয়াল; ফকিরহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ১২:১৪ পিএম
ফকিরহাটে প্রথম ইনডোর শিশু বিনোদন কেন্দ্র ‘অননস ড্রিম পার্কথ-এর শুভ উদ্বোধন

বাগেরহাট জেলায় প্রথমবারের মতো শিশুদের জন্য নির্মিত ইনডোর বিনোদন কেন্দ্র ‘অননস ড্রিম পার্কথ-এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল ফকিরহাট বাজারে ইউসিবি ব্যাংকের সামনে এ পার্কটির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হতে পারে এমন চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা আসফিয়া হাসান। তিনি জানান, “ফকিরহাটসহ পুরো জেলায় শিশুদের জন্য আলাদা কোনো বিনোদন কেন্দ্র ছিল না। তাই নিজ উদ্যোগে আমি প্রথমবারের মতো ইনডোর পার্ক চালু করেছি।”

পার্কটি প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। স্বল্প মূল্যের টিকিটের মাধ্যমে শিশু-কিশোররা নানা ধরনের রাইড ও গেমস উপভোগ করতে পারবে বলে জানান তিনি।

উল্লেখ্য, পার্কটি শিশুদের নিরাপত্তা ও আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে নানা রকম রঙিন রাইড, বল হাউজ, স্লাইডসহ বিভিন্ন বিনোদন উপকরণে সাজানো হয়েছে। স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেন, এই পার্ক ফকিরহাটে শিশুদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে।

আপনার জেলার সংবাদ পড়তে