নন্দনপ্রতাপে আল আমিন শিকদার হত্যার ব্যাপারে নানা রহস্য

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ১২:১৬ পিএম
নন্দনপ্রতাপে আল আমিন শিকদার হত্যার ব্যাপারে নানা রহস্য

দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে আল আমিন (৩৩) হত্যা নিয়ে নানা রহস্য এলাকায় লোক মুখে শুনা যাচ্ছে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, প্রাথমিকভাবে আল আমিন হত্যার ব্যাপারে রিপা বেগমের প্রথম স্বামীকে সন্দেহ করলেও এ হত্যার রহস্য ভিন্ন দিকে মোড় নিতে পারে এমনটায় এলাকায় মানুষের মাঝে গুঞ্জন ছড়িয়েছে। এ হত্যার সাথে স্ত্রী রিপা বেগম অথবা তৃতীয় কোনো মহল জড়িত থাকতে পারে। 

আল আমিনের মৃত্যুর ঘটনা রুবেল নামক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্ত্রী রিপা ও তার কন্যা রিমি ভিন্ন কথা বলেছেন। স্ত্রী রিপা বেগম বলেছেন আল আমিন দরজা খুলে মুখ বাড়িয়ে দেখতে গেলেই তার প্রাক্তন স্বামী আছাদুল ইসলাম আপন তাকে কুপিয়ে হত্যা করে। মেয়ে রিমি বলেছে তার পিতা দেশী অস্ত্র দিয়ে দরজা ভেঙ্গেছে। উঠানে ধস্তাধস্তির এক পর্যায়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।

এদিকে সাংবাদিক রুবেল আরো জানান, রিপার প্রাক্তন স্বামীর বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জে। ঘটনার ৪ মাস আগে ছোট ছেলেকে নিয়ে দিঘলিয়া ছেড়ে কালীগঞ্জে নিজ বাড়িতে গিয়ে বসবাস করছে। উক্ত সাংবাদিক তার মোবাইল নম্বর নিয়ে তার সাথে কথা বলেন। দিঘলিয়ায় তার স্ত্রীর স্বামী খুন হয়েছে সে তাও জানেনা। উক্ত সাংবাদিক আপনের ছোট ছেলের সাথেও কথা বলেন। উক্ত সাংবাদিক বলেন আপন যদি হত্যাকান্ডের সাথে জড়িত থাকত তবে তার মোবাইল খোলা রাখতনা। তার ও তার ছোট ছেলের সাথে কথা বলেও আপন হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে সেরূপ কিছুই মনে হয়নি। সাংবাদিক কিশোর জানান আপন ও তার স্ত্রীর ব্যাপারে তারা কয়েকবার সালিশে গিয়েছেন সাংবাদিক শামীমকে নিয়ে। আপন একজন সরল সোজা এবং ভীত লোক। সংসার সন্তান সব কিছু ফেলে ছোট ছেলেকে নিয়ে খুলনা ছেড়ে যায়। দুই মাস আগে ছোট ছেলেকে বাড়ি রেখে দিঘলিয়া এসেছিল। তখন আমাদের সাথে কথা হয়েছিল। তার স্ত্রী এ স্বামীকে ছেড়ে দিয়ে পুণরায় পূর্বের স্বামীর সাথে ঘর করতে চায়। সে বলেছে সে আর দিঘলিয়া আসবেনা। সে যদি ঝিনাইদহের কালীগঞ্জে তার বাড়ি যেতে পারে তবে তাকে মেনে নিব। এর মাঝে কি হয়েছে আমি কিছুই জানিনা। আপন বলেন আমি আমার বাড়িতে রয়েছি। আমি আমার দোকান চালাই। চা বিক্রি করি। সবাই জানে। আমি ফোন বন্ধ করব কেন? আমি পালাবো কেন? এদিকে রীপা বেগম নেশা দ্রব্য বিক্রির সাথে জড়িত। আল আমিন ও রিপা বেগম দুইজনই নেশাগ্রস্ত থাকে। দুইজনের মধ্যে সর্বদা দ্বন্দ্ব লেগেই থাকতো। স্ত্রীর হতেও এ হত্যাকান্ড ঘটতে পারে এমনটাও কেউ কেউ বলছে। আবার তৃতীয় কোনো মহল এ হত্যাকান্ড ঘটাতে পারে এমনটাও কেউ কেউ বলছে। 

উল্লেখ্য রিপা বেগম পূর্বের স্বামীর ৪ সন্তানের জননী। বড় ছেলে ফরহাদ(১৯) অন্যত্র বসবাস করে। ছোট ছেলে রাফি (৬) তার পিতার নিজ বাড়িতে কালিগঞ্জে বসবাস করে। মেয়ে মিম (১৫) ও রিমি (৯) মা রিপা বেগমের সাথে পরের স্বামী আল আমিনকে সাথে নিয়ে বসবাস করত। 

দুই মেয়ে ও স্ত্রী রিপাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে হত্যার মূল রহস্য উন্মোচন হতে পারে। হত্যার মূল রহস্য স্ত্রী রিপাকে ঘিরে রয়েছে বলে বিজ্ঞমহলের অভিমত। 

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, নিহতের স্ত্রী রিপা বেগম, তার পূর্ব স্বামী আসাদুল ইসলাম আপন এবং তৃতীয় কোনো মহল এ হত্যাকান্ডের হাত আছে কিনা সর্বদিক সামনে নিয়ে তদন্ত কাজ পরিচালনা করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা হত্যার সকল রহস্য উন্মোচন করতে পারব ইনশাআল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে