পুরো জেলা বিদ্যুৎ বিহীন

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আবারও আগুন

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০২:৫০ পিএম
হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আবারও আগুন

আবারও হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক ট্রান্সমিটার বিস্ফোরনের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রোববার দুপুর ১২টার দিকে আকস্মিক ট্রান্সমিটার বিস্ফোরন ঘটে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। তাৎক্ষনিক ভাবে বিদ্যুৎ বিভাগের লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জের ৪টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

মাধবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ রাকিবুল ইসলাম জানান প্রাথমিক ভাবে এই বিস্ফোরণের কারণ হিসাবে ট্রান্সফরমারের ক্রুটির কারনেই এমনটা হয়েছে বলে ধারনা করা যায়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক ট্রান্সমিটার বিস্ফোরন ঘটে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। যার ফল শ্রুতিতে পুরো জেলা প্রায় ১৫ ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিল।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আবুল হাসান জানান পুড়ে যাওয়া ট্রান্সমিটার এর লাইন বিচ্ছিন্ন করে হয়তো কিছু কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করা যাবে। তবে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ সচল হতে সময় থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে